কল্পনায়ও ভাবতে চাই না রাজ আমার জামাই: পরীমণি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩


কল্পনায়ও ভাবতে চাই না রাজ আমার জামাই: পরীমণি
পরীমণি

কয়েকদিন আগে রাজের সামাজিকমাধ্যম ফেসবুক আইডি থেকে শরীফুল রাজ ও ৩ অভিনেত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হওয়ার ঘটনার জন্য বিভিন্ন ভাবে অভিনেত্রী পরীমণিকেই দোষারোপ করা হচ্ছে। এ কারণে এবার সব সত্যি ফাঁস করে দিলেন এ অভিনেত্রী নিজেই।


‘দামাল’ সিনেমা মুক্তির সময় নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন পরীমণি। মূলত সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি শুরু হয়েছে রাজ-পরীর।


এই কথা স্বীকার করে সম্প্রতী এক গণমাধ্যমকে পরী বলেন, ''সিনেমার মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাসায় থাকত না। বিশ্বাস করেন, কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে। আমার সঙ্গে তার এখন শারীরিক, মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই। আমি যখন হাসপাতালে, তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে। সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।''


তিনি আরও  বলেন, ''রাজ আমার সঙ্গে থাকতে চায় না। আর এ কারণে ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর থেকে বাসায়ও ফেরে না আর ফোনও রিসিভ করে না। অথচ ভাইরাল ভিডিওতে আমার নাম জড়িয়েছে সবাই। আমাকে এমন মজার পাত্র বানানোর মানে কী?''


এদিকে, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার প্রসঙ্গ মিডিয়ায় ফাঁস করে দিলে রাজ ৩ জুন সংবাদমাধ্যমকে জানান, পরী তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। অপরদিকে, দিকে পরীকে মিথ্যাবাদী বলায় সংবাদ মাধ্যমে প্রমাণ তুলে ধরেন তিনি।


পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রীর সঙ্গে রাজ ২০ মে সবশেষ বাসায় আসেন বলে জানান পরী। ওইদিন পরিচালক সেলিম পরীকে বলেন, ''রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পার' হঠাৎ এমন কথা শুনে পরী উত্তর দেন, ''ও আমার সঙ্গে থাকতে না চাইলে ও-ই আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাব?''



আরও পড়ুন: তিন অভিনেত্রীর সঙ্গে রাজের ভিডিও ফাঁস, মুখ খুললেন পরীমনি


এমন পরিস্থিতিতে পরিচালক সেলিম বলেন, ''তাহলে তোমাদের বাচ্চার কী হবে?'' উত্তরে পরীর জবাব ছিল- ''ছেলে রাজ্য আমার কাছেই থাকবে। তবে বাবা হিসেবে রাজ ছেলেকে দেখতে আসতে পারবে।'' পরী বলেন, ''বিচ্ছেদের এমন কথাবার্তা চলার সময় রাজ আর সেলিম ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়। রাজ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। একপর্যায়ে সেলিম ভাই, তার স্ত্রীসহ রাজ সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আর ফেরেনি।''


তাহলে কি বিচ্ছেদের দিকে যাচ্ছে রাজ পরীর সম্পর্ক? এমন প্রশ্নে পরী বলেন, ''২০ মে আমাকে ছেড়ে ও (রাজ) চলে গেছে। বিচ্ছেদ তো সেদিনই হয়ে গেছে। শুধু আইনি প্রক্রিয়া হয়নি।''


আরও পড়ুন: ভিডিও-ছবি ফাঁস: ৩ বন্ধু ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন অভিনেতা রাজ


বিচ্ছেদ প্রসঙ্গে তিনি আরও বলেন, ''একটা মানুষ চলে গেলে তো তাকে আর ধরে রাখা যায় না। আমি আর কল্পনায়ও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই''


পরী হাসতে হাসতে বলেন, ''রাজ এখন বলে কী, আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল। আমাদের নাকি ঠিক-ঠিক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে, সে ভয়ংকর মানুষ। তার সঙ্গে থাকা যাবে না। শুধু কষ্ট লাগবে সন্তানের কথা ভেবে।''


এদিকে রাজ যদি আবার ফিরে আসে তাহলে কি এ সম্পর্ক টিকবে? এমন প্রশ্নে পরী বলেন, ''যে স্ত্রী ও বাচ্চার মায়ের চরিত্র নিয়ে নেতিবাচক কথা বলতে পারে তার আর ফিরে আসার সুযোগ নেই।''


জেবি/এসবি