নারায়ণগঞ্জ ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নারায়ণগঞ্জ ফতুল্লা
থানার আলীগঞ্জের পাগলা এলাকায় একটি বাড়ির গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন।
রবিবার (২০
ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয়
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন-
জজমিয়া (৫০), সাথী (২০), আসমা (৪৫), হাসিনা (৩৮), হাফসা (৬), আলম (৪৫) ও তাহামিনা
(১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের পাগলা থেকে আমাদের এখানে দগ্ধ হয়ে সাতজন
এসেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কার শরীরের
কত শতাংশ দগ্ধ হয়েছে সেটা এখনো নির্ধারণ করা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
দগ্ধদের এক
স্বজন বলেন, হঠাৎ দুপুরে বাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ ৭ জন দগ্ধ হয়।
বিস্ফোরণের সময় তারা সবাই বাসার ভেতরে ছিল।
জি আই/