গুয়াহাটি প্রেসক্লাবে ১ম মহিলা সভাপতি সুস্মিতা গোস্বামী
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩
১ম বারের মতো আসামরাজ্যের গুয়াহাটি প্রেসক্লাবের সভাপতি পদে নির্বাচিত হলেন মহিলা সাংবাদিক।
সভাপতি পদে জয়ী হয়েছেন সুস্মিতা গোস্বামী। তিনি একটি জাতীয় সংবাদ সংস্থায় কাজ করেন। সুস্মিতা পদের জন্য অন্য দুই প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও নির্বাচনে জয় নিশ্চিত করেছেন।
সুস্মিতা গোস্বামী বিশিষ্ট সাংবাদিক বৈকুন্ঠ গোস্বামীর কন্যা। গুয়াহাটি প্রেসক্লাব নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। দশ ধাপে ভোট গণনা অনুষ্ঠিত হয়। ৯০৬ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।
এই নির্বাচনে বিজয়ীরা হলেন যথাক্রমে সভাপতি সুস্মিতা গোস্বামী, সহসভাপতি যতীন ভগবতী, সহসভাপতি মহিলাদের জন্য সংরক্ষিত অলকা বরুয়া, সম্পাদক সঞ্জয় রায়, সহ সাধারণ সম্পাদক দিলওয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক কিশোর শর্মা, সহ সাধারণ সম্পাদক একজন নারী ( সংরক্ষিত) মিতালি কোঁওর, কোষাধ্যক্ষ মণীন্দ্র ডেকা, সাংস্কৃতিক সম্পাদক পল্লবী বরা ও ক্রীড়া সম্পাদক আজাদ গগৈ।
আরএক্স/