চৌদ্দগ্রামে আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩


চৌদ্দগ্রামে আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।  এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। সংঘর্ষে ২৫ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। গাড়িতে ছিনতাইয়ের অভিযোগও উঠেছে।


চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান,আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। গুরুতর আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে যান চলাচল ধীর গতিতে চলছে। যানজটে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়িসহ অন্যান্য যানবাহন। দুর্ভোগে পড়েছে নারী শিশুসহ হাজারো যাত্রী।


আরও পড়ুন: কুমিল্লায় বিয়ের আগে তরুণীর আত্মহত্যা


স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিদ্রোহী গ্রুপ (চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ) শো-ডাউনের আয়োজন করে। উপজেলা সদরে শো-ডাউন যেন না করতে পারে সেটা কেন্দ্র করেই সংঘর্ষ বাধে।


আরও পড়ুন:  কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৩


মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় আছে পুলিশ। তিনি  বলেন, আমরা কাজ করছি।\


জেবি/এসবি