ইসি গঠনে ১২-১৩ জনের নাম চূড়ান্ত: সার্চ কমিটি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১২ থেকে ১৩ জনের জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। এর মধ্যে ৫ জনকে নির্বাচন করেবে রাষ্ট্রপতি।
রবিবার
(২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়।
এর
আগে বিকেল ৪টা ৫০ মিনিট
থেকে এ বৈঠক শুরু
হয়। প্রাথমিকভাবে ২০ জনের নামের
তালিকা প্রস্তুত করে সার্চ কমিটি।
এ তালিকা থেকে চূড়ান্ত ১০
জনের নাম রাষ্ট্রপতির কাছে
সুপারিশ করবে সার্চ কমিটি।
এই কমিটির জমা দেয়া তালিকা থেকেই একজনকে ‘প্রধান নির্বাচন কমিশনার’ এবং চারজনকে ‘নির্বাচন কমিশনার’ পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। অবশ্য শনিবার সার্চ কমিটি যে ২০ জনের নামের তালিকা প্রাথমিকভাবে তৈরি করেছে, সেখানে কারা রয়েছেন সে বিষয়টি জানানো হয়নি।
এ
দিন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল
আরেফিন জানিয়েছিলেন, আরও দু-একটি
বৈঠক করে ১০ জনের
চূড়ান্ত তালিকা করে রাষ্ট্রপতির কাছে
দেয়া হবে।
বৈঠকে অংশ নিয়েছেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম