শ্রীনগরে বোম্বাই লিচুতে বাজার সয়লাব
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৮ পিএম, ৭ই জুন ২০২৩

শ্রীনগরে মৌসুমী ফল বোম্বাই লিচুর সয়লাব। তাপপ্রবাহের মধ্যে স্থানীয় হাট বাজার, ফুতপাত কিংবা ভ্যানে করে টকটকে লাল বর্ণের বোম্বাই লিচু বিক্রি করতে দেখা যাচ্ছে।
প্রতি ১০০ পিস এই জাতের লিচুর বিকিকিনি হচ্ছে ৩২০-৩৫০ টাকা। মিষ্টি স্বাদের রসালো বোম্বাই লিচু কিনতে ফলের দোকানগুলোতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, শ্রীনগর বাজারসহ উপজেলার স্থানীয় হাটবাজারে মৌসুমী কাঁঠাল, আম, জাম, দেশী জাতের বেল, জামরুলসহ বিভিন্ন মৌসুমী ফলের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা।
মধু মাসে অন্যতম ফল হিসেবে বোম্বাই লিচু অতুলনীয়। ফল দোকানে শোভা পচ্ছে থোকায় থোকায় লিচু। শিশুসহ সকল শ্রেণি পেশার মানুষের পছন্দের এসব বোম্বাই লিচু সাধারণ অন্যান্য লিচু থেকে স্বাদে গন্ধে অনন্য।
লোভনীয় বোম্বাই লিচু আকারেও বড়। শুভংকর বাড়ৈ নামে এক ফল ব্যবসায়ী জানান, কিছু দিনের মধ্যেই এই জাতের লিচু শেষ শেষ হয়ে যাবে। বোম্বাই লিচু অন্যন্য বছরের তুলনায় এবারের আকৃতি কিছুটা ছোট।
কারণ হিসেবে তিনি বলেন, অতি খরায় বাগানে লিচুর উৎপাদণ কম হওয়ার পাশাপাশি সাইজেও ছোট হয়েছে। রাজশাহী ও দিনাজপুরে বোম্বাই জাতের লিচুর চাষ বেশী হয়। ক্রেতাদের কাছে রাজশাহীর লিচুর কদর বেশী।
লিচুর আমদানী কম হওয়ায় তুলনামূলকভাবে এর খুচরা বাজারে দাম একটু বেশী। শ্রীনগর বাজার এলাকার ফল বিক্রেতা মো. ওবায়দুল বলেন, প্রতিদিন ঢাকা ফলের আড়ত থেকে বোম্বাই লিচু আনছি।
১০০ লিচু বিক্রি করা হচ্ছে ৩৫০ টাকা। তাপপ্রবাহের ফলে লিচুর চাহিদা বেড়েছে। ক্রেতারা জানান, দেশে চলমান তাপদাহে স্বাস্থ্য উপকারীতায় মৌসুমী ফলমূল খাওয়া জরুরী।
বোম্বাই জাতের লিচুর সয়লাব হলেও দাম কিছুটা বেশী। তার পরেও পছন্দের লিচু কিনতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
