পানি তুলতে গিয়ে কুয়োয় পড়ে ১ ব্যক্তির প্রাণহানি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩
কুয়োয় পড়ে ১ ব্যক্তির প্রাণহানীর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার (৭ জুন) সকালে কুয়ো থেকে জল তুলতে গিয়ে কুয়োয় পড়ে যায় ব্যক্তিটি। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নকশালবাড়ি ব্লকের নকশালবাড়ি চা বাগানের ফাগু লাইনে।
জানা যায়, এদিন সকালে কুয়োর জল তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান তরসু ওঁরাও। চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে কুয়ো থেকে তরসুকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
মৃতের স্ত্রী আশা ওঁরাও সাংবাদিকদের জানান, কুয়োয় জল তুলতে গিয়ে এই ঘটনা। তিনি অসুস্থ ছিলেন।
আরএক্স/