Logo

ডেইলি স্টার সম্পাদকসহ ৩ জনকে মেয়র তাপসের নোটিশ

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ০৪:১৬
24Shares
ডেইলি স্টার সম্পাদকসহ ৩ জনকে মেয়র তাপসের নোটিশ
ছবি: সংগৃহীত

নোটিশের চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে থাকা প্রতিবেদন অপসারণ করে দুঃখপ্রকাশ এবং ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে

বিজ্ঞাপন

ডেইলি স্টার সম্পাদকসহ ৩ জনকে মেয়র তাপসের লিগ্যাল নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান নোটিশের চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে থাকা প্রতিবেদন অপসারণ করে দুঃখপ্রকাশ এবং ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে।

বিজ্ঞাপন

মাহফুজ আনাম ছাড়া ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও লেখক নাজিবা বাশারকে এ নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মেসবাহুর রহমান সাংবাদিকদেরকে জানান, গত ১৩ মে ডেইলি স্টার পত্রিকা এবং অনলাইন ভার্সনে ‘বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন’ শিরোনামে একটি কলাম প্রকাশিত হয়। আরেকটি কলামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাম বিকৃত করে ‘ধোঁকা সাউথ টাউন করপোরেশন পরিবেশবাদীর চেয়ে একধাপ এগিয়ে আছে’ বলা হয়। এ ছাড়া মেয়র ফজলে নূর তাপসের নামও বিকৃতি করে লেখা হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD