সত্যিটা হলো আমার সিদ্ধান্তটা টাকার জন্য নয়: মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৪০ এএম, ৮ই জুন ২০২৩

তরকা ফুটবলার লিওনেল মেসি। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
সেখানে মেসি বলেন, 'সত্যিটা হলো টাকা কখনো আমার জন্য একদমই সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা এখনো চুক্তির বিষয়ে কথা বলতে পারিনি। প্রস্তাব (বার্সার পক্ষ থেকে) দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আনুষ্ঠানিক বা লিখিত কিছুই ছিল না। কারণ তাতে এখনো কিছুই নেই এবং আমরা জানি না এটা সম্ভব হবে কি না।'
আরও পড়ূন: মেসির সঙ্গে খেলতে চান লেভানডভস্কি
তিনি আরও বলেন, 'ফেরার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা কোনো কিছুই এগিয়ে নিতে পারিনি। এমনকি টাকার ব্যাপারে আনুষ্ঠানিক কথাও বলতে পারিনি আমরা। যদি টাকার ব্যাপার থাকত তাহলে আমি সৌদি আরব কিংবা অন্য কোথাও যেতাম। এটা (আল হিলালের প্রস্তাব) আমার কাছে অনেক টাকা মনে হয়েছিল। সত্যিটা হলো আমার সিদ্ধান্তটা টাকার জন্য নয়।'
আরও পড়ূন: মেসিকে ধন্যবাদ এমবাপ্পের
প্যারিসে থেকে নিজের প্যারিস জীবন নিয়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জানান, 'পিএসজিতে থাকা দুই বছরে আমি খুশি ছিলাম না, নিজেকে উপভোগ করিনি এবং সেটার প্রভাব আমার পারিবারিক জীবনেও পড়ে। বিশ্বকাপের সময় একটা অসাধারণ মাস কাটিয়েছি। কিন্তু সেটা বাদ দিলে সময়টা কঠিনই ছিল আমার জন্য।'
জেবি/এসবি