আর্থিক প্রতিষ্ঠানেও ব্যাংকার বহি সাক্ষ্য আইন পরিপালনের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ব্যাংকার
বহি সাক্ষ্য আইন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে পরিপালনের জন্য
নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার
(২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি
সার্কুলার জারি করেছে। এর আগে গত ১১ জানুয়ারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা পরিপালনের
নির্দেশ দেওয়া হয়েছিল।
আইনে
বর্ণিত কারণ ছাড়া কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী কোনো গ্রাহকের তথ্য প্রকাশ করলে
তার সর্বোচ্চ তিন বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা হবে। এ আইনের অধীন অপরাধ অ-আমলযোগ্য,
জামিনযোগ্য ও আদালতের সম্মতিতে আপসযোগ্য হবে বলে বিধান রাখা হয়েছে।
দেশে
কার্যক্রম পরিচালনা করা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে
বলা হয়েছে, ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১ (২০২১ সনের ২৭ নং আইন)-এর অনুলিপি আপনাদের
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
নির্দেশনায়
বলা হয়, পঞ্চদশ (২০২১ খ্রিস্টাব্দের ৫ম) অধিবেশনের গত ২৭ নভেম্বর, ২০২১ তারিখে রাষ্ট্রপতির
সদয় সম্মতিক্রমে ২০২১ সালের ৭ ডিসেম্বর ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট ১৮৯১ রহিতকরতঃ
ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ২০২১ সালের ২৭ নম্বর
আইনরূপে প্রকাশ এবং একই তারিখ থেকে কার্যকর করা হয়েছে।
ব্যাংকার
বহি সাক্ষ্য আইন, ২০২১ (২০২১ সনের ২৭ নং আইন) এর অনুলিপি আপনার অবগতি ও প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
১৮৯১
সালের এ সংক্রান্ত আইন বাতিল করে নতুন আইন করতে বিলটি আনা হয় সংসদে। ব্যাংকের লেজার
বুক, ক্যাশ বুক এগুলোকে সাক্ষ্য বই বলা হয়। এর আগে উপনিবেশিক আমলের আইন বাতিল করে ডিজিটাল
লেনদেনের নথি ও দলিল ‘সাক্ষ্য বহি’ হিসেবে অন্তর্ভুক্ত করতে গত বছরের ২৭
নভেম্বর একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে অর্থমন্ত্রী বিলটি প্রস্তাব করলে কণ্ঠভোটে
পাস হয়।
ওআ/