একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:২৬ পিএম, ৮ই জুন ২০২৩


একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (৮ জুন) সকালে পৌরসভার ফকির পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।


নিহতরা হলেন- বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২২) এবং তাদের ছেলে মো. আব্দুল্লাহ (২)।


আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেটকারের ভেতরে মিলল দুই মরদেহ


স্থানীয় কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ বলেন, হোমনা থানায় জানালে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মা এবং ছেলের এক রশি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।


হোমনা থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহ দুটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশি থেকে মরদেহ দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মৃত্যুর কারণ বা রহস্য জানা যায়নি।


জেবি/ আরএইচ/