লোডশেডিংয়ে ওয়াসার পা‌নি উৎপাদন কমেছে: তাকসিম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


লোডশেডিংয়ে ওয়াসার পা‌নি উৎপাদন কমেছে: তাকসিম
ছবি অলংকরণ: জনবাণী

ঢাকা ওয়াসার এমডি তাকসিম আহমেদ খান বলেছেন, দে‌শে চলমান লোডশেডিংয়ে পা‌নি উৎপাদন দিনে ৪০ থে‌কে ৫০ কোটি লিটার ক‌মে‌ গেছে।


বৃহস্প‌তিবার (৮ জুন) কারওয়ান বাজা‌রে ওয়াসা ভব‌নে আ‌য়ো‌জিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


সংবাদ সম্মেলনে তাকসিম এ খান ব‌লেন, ওয়াসার ২৪ ঘণ্টার পা‌নি উৎপাদ‌নের সক্ষমতা ২৯৫ কো‌টি লিটার। চা‌হিদা ২৬৫ কো‌টি লিটার। বর্তমা‌নে বিদ‌্যুৎ বিভ্রা‌টের কার‌ণে ২৪০ কো‌টি লিটার পর্যন্ত উৎপাদন করা যাচ্ছে।


আরও পড়ুন: ওয়াসার তাকসিমের বিরুদ্ধে মামলার সুপারিশ দুদকের


তি‌নি ব‌লেন, আমরা যেই পা‌নিটা ফে‌লে‌ দিই সেই পা‌নিটা অন্যের জন‌্য অনেক প্রয়োজ‌নীয় হ‌তে পা‌রে। আবার দি‌নে দুই থে‌কে তিনবার গোসল ক‌রি এ‌তে প্রচুর পা‌নির অপচয় হয়। তাই পা‌নির অপচ‌য়ে সবাই‌কে একটু সতর্ক হ‌তে হ‌বে।


তাকসিম এ খান বলেন, ‘বিদ্যুৎ নিয়মিত না পাওয়ার কারণে পাম্প চালাতে পারছি না। ডিপ টিউবওয়েল থেকে পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। বার বার বিদ্যুৎ যাওয়ার কার‌ণে পা‌নি উত্তল‌নের সময় প্রেসার পাওয়া যা‌চ্ছে না। আর জেনা‌রেট‌রের মাধ্যমে পা‌নি উত্তলন কর‌লেও পা‌নির প্রেসার পাওয়া যায় না ঠিকম‌তো।


জেবি/ আরএইচ/