‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’ থেকে সরে গেলেন শোলাঙ্কি!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’ থেকে সরে গেলেন শোলাঙ্কি!
শোলাঙ্কি রায়

কালকাতার ছোট পর্দার অভিনেত্রী শোলাঙ্কি রায় তার নতুন ওয়েব সিরিজ ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে হঠাৎ কেন সরে দাঁড়ালেন, সেটার কারণ এখন প্রর্যন্ত জানা যায়নি।


রাহুল মুখোপাধ্যায় নির্মাণ করছেন ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি । কিন্তু এটি শুরু হওয়ার পর থেকেই কোনো না কোনো ভাবে ঝামেলা চলছেই। 


এর আগে প্রথমে ফেডারেশনের সঙ্গে কিছু সমস্যার কারণে শুটিং আটকে ছিল। এরপর অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণে থমকে যায় শুটিং। এবার নাকি তৈরি হয়েছে নতুন সমস্যা। যদিও সমস্যার সমাধানও বের করে ফেলেছেন নির্মাতা।


আরও পড়ুন: ফারুকের আসনে আ.লীগের মনোনয়ন তুললেন ফেরদৌস


ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, প্রথমে এই সিরিজে অভিনয় করার কথা ছিল শোলাঙ্কির। কিন্তু এই কাজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর তার পরিবর্তে ইতোমধ্যেই নতুন মুখও খুঁজে পেয়েছেন রাহুল।


প্রথমে সিরিজে কাজের বিষয়ে শোলাঙ্কি জানিয়েছিলেন, “হ্যাঁ, আমি এই সিরিজে কাজ করছি। প্রথম সিরিজ, তাই ভীষণ উত্তেজিত আমি।”


আরও পড়ুন: পরীমনি তুমি অনেক স্ট্রং: অপু বিশ্বাস


শোনা যায়, ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’ সিরিজে শোলাঙ্কির পরিবর্তে দেখা যাবে সৃজলা গুহকে।


এ প্রসঙ্গে সৃজলা জানাান, আমি কখনও কিছু পরিকল্পনা করে করি না। যখন যেমন কাজের সুযোগ আসছে সেই ভাবে এগিয়ে যাচ্ছি। সূত্র : আনন্দবাজার


জেবি/এসবি