একদিনে আরও ১০৪ জনের করোনা শনাক্ত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


একদিনে আরও ১০৪ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০৪ জন।


বৃহস্পতিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৩৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ১০০ জনই ঢাকার বাসিন্দা। বাকি চারজন ঢাকার বাইরের।


আরও পড়ুন: ফের শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪০ হাজার ১১৮ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৫১০ জন।


আরও পড়ুন: দেশে আসছে করোনার বুস্টার টিকা 'ভিসিভি'


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু হয়।


জেবি/এসবি