চুনারুঘাটে ভারতীয় নাগরিক আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৪ পিএম, ৯ই জুন ২০২৩


চুনারুঘাটে ভারতীয় নাগরিক আটক
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউপির চিমটিবিল খাসপাড়া এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সন্দীপ কুমার সিং (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি) সদস্যরা। 


আটককৃত সন্দীপ কুমার  সিং ভারতের উত্তর প্রদেশ সীতামনি জেলার মেজরগঞ্জ উপজেলার ডুমরি সীতামনি এলাকার সুনীলাল সিংহের পুত্র। 


আরও পড়ুন: জামাই-শাশুড়িকে আপত্তিকর অবস্থায় আটক করলো শ্বশুর


বুধবার দিবাগত রাতে চিমটবিল বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করে। 


চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক বলেন, বিজিবি তার বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় সোপর্দ করেছে।


জেবি/ আরএইচ/