টাঙ্গাইলের ঘাটাইলে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৯ পিএম, ৯ই জুন ২০২৩


টাঙ্গাইলের ঘাটাইলে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি
স্বস্তির বৃষ্টি

ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় তীব্র গরমে মেলেছে স্বস্তি।


শুক্রবার (৯ জুন) বেলা (১১) টা থেকে শুরু হয় বৃষ্টি। এর আগে, সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও মাঝে মধ্যে সূর্যের তাপ তীব্র গরমের সৃষ্টি করে।


ভ্যাপসা গরমে অস্থির ঘাটাইলবাসীকে শীতল পরশ দেয় বৃষ্টি। ঘাটাইল কলেজ মোড় অবস্থান করা জয় হাসান বলেন, বৃষ্টির কারণে গরম থেকে স্বস্তি মেলেছে।


অফিসের কাজে বের হলে ভ্যাপসা গরম থেকে এ বৃষ্টি ঘাটাইলবাসীকে শান্তির পরশ দেয়।


এদিকে বৃষ্টি পেয়ে ভিজতে বের হয় তরুণ, যুবক ও ছাত্র-ছাত্রীরা। বৃষ্টিতে ভিজতে বের হওয়া সৈয়দ রাফি জানান, এবার গরমে ঘাটাইলে তেমন বৃষ্টি হয়নি। 


এরমধ্যে বৃষ্টির দেখা পেয়ে আবেগ ধরে রাখতে পারিনি। তাই ভিজেছি, এখন বাড়ি ফিরে যাবো।


আরএক্স/