আরও ১১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:১৮ পিএম, ৯ই জুন ২০২৩


আরও ১১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
ছবি অলংকরণ। জনবাণী

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জন হাসপতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


শুক্রবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৬


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।


চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।


চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।


জেবি/ আরএইচ/