চুনারুঘাটে চা বাগানের সেতুর উদ্বোধন করলেন বিমান প্রতিমন্ত্রী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩


চুনারুঘাটে চা বাগানের সেতুর উদ্বোধন করলেন বিমান প্রতিমন্ত্রী
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী

হবিগঞ্জের চুনারুঘাটে চাকলাপুঞ্জি চা বাগানের সেতুর উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী। 


তিনি শনিবার (১০ জুন) সকাল ১১টায় চাকলাপুঞ্চি চা বাগানের খালের উপর এ সেতু উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী। 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল প্রমূখ। 


উল্লেখ্য যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৭০ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে এ সেতু নির্মাণ করা হয়েছে। 


আরএক্স/