বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩


বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

৯ ঘণ্টা পর  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার পর থেকে যানবাহন চলাচল স্বাবাভিক হয়।


এর আগে যানবহান বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজনেটর সৃষ্টি হয়।


আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কি.মি. যানজট


এলেঙ্গা হাওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান গনমাধ্যমকে জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো লেগে যায়। এ ছাড়াও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বেলার বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হয়। 


জেবি/এসবি