শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দ. আফ্রিকা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দ. আফ্রিকা
ফাইল ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গ।


রবিবার (১১ জুন) শহরটিতে ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ।


যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ আরও জানায়, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। 


এতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক শহর জোহানেসবার্গের গুতেং প্রদেশের ভবনগুলো কেঁপে উঠে এবং প্রায় সব বাসিন্দাই কম্পন টের পান।


আরও পড়ুন: পেরুতে চার মাসে ৩৪০৬ নারী উধাও


এরপর অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করেন। তাতে দেখা যায়, প্রদেশের কয়েকটি ভবনে সামান্য ফাটল ধরেছে।


নিরাপত্তা ঝুঁকি এবং বিপর্যয় ব্যবস্থাপনার পরামর্শক সংস্থা ক্রাইসিস২৪ জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


জেবি/এসবি