পোষা ডলফিনের হাতেই প্রাণ গেলো জেসিকার! আসলে যা ঘটেছে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৩১ পিএম, ১৪ই আগস্ট ২০২৫


পোষা ডলফিনের হাতেই প্রাণ গেলো জেসিকার! আসলে যা ঘটেছে
ছবি: সংগৃহীত

লাইভ শো চলাকালে ওরকার আক্রমণে প্রাণী প্রশিক্ষক জেসিকা র‌্যাডক্লিফ নিহত হয়েছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওগুলো গুজব বলে প্রমাণিত হয়েছে।


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, জেসিকা র‌্যাডক্লিফ নামে কোনো প্রাণী প্রশিক্ষকের সাম্প্রতিক সময়ে ডলফিন বা ওরকার আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেনি। এ বিষয়ে কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যমও খবর প্রকাশ করেনি।


প্রচারিত ভিডিওগুলো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। হাইভ মোডারেশন টুলের বিশ্লেষণে এসব ভিডিও এআই-তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ পাওয়া গেছে। এছাড়া, ভিডিওতে উল্লেখিত “Ocean Haven” নামের কোনো মেরিন পার্কের অস্তিত্বও নেই।


একই ধরনের দাবি ‘FactEX’ ও ‘Animal Quests’ নামের ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়, যেখানে জেসিকাকে একজন কাল্পনিক চরিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ফেসবুকের কয়েকটি প্রোফাইল ও পেজ থেকেও এআই-তৈরি দৃশ্য ব্যবহার করে জেসিকার মৃত্যুর ভুয়া দাবি ছড়ানো হয়।


তবে, ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সি-ওয়ার্ল্ড অরল্যান্ডোতে প্রশিক্ষক ডন ব্রানশো একটি শো শেষে টিলিকাম নামের ওরকার আক্রমণে প্রাণ হারান—এ ঘটনাটি সত্য। কিন্তু জেসিকা র‌্যাডক্লিফের মৃত্যুর দাবিটি সম্পূর্ণ বানোয়াট।


আরএক্স/