এক যুগের ও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় দীঘি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩


এক যুগের ও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় দীঘি
ছবি: জনবাণী

খুলনার কয়রা উপজেলা আন্তরগত উত্তর বেদকাশি ইউনিয়নের পুরনো ঐতিহ্যবাহী দীঘি খনন না করায় চারিপাশ ভরে উঠছে। 


স্থানীয়রা জানান, প্রতি বছর টেন্ডার দেওয়া হয় দীঘিটা মাছ চাষ করার জন্য। কয়েক হাজার টাকার বিনিময় সেই টাকা দিয়ে আমাদের এলাকার ঐতিহ্য দীঘিটা খনন করলে তো হয়। কিন্তু সেই টাকা কোথায় কেউ জানেনা। আমাদের দাবি এলাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে দীঘিটি খনন করা হোক। 


আরও পড়ুন: প্রাচীন নিদর্শন খান জাহান আলী ঘোড়া দীঘি


স্থানীয় বাসিন্দারা আরও বলেন, দীঘিটা যখন ভালো ছিলো একটি পাকা সানের ঘাট ছিলো তখন প্রতিদিন ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে আসতো। পুরনো ঐতিহ্য হারিয়ে যাওয়ার কারণে এখানে-এখন লোকজন আর ঘুরতে আসেনা। যদি দীঘিটা নতুন করে সংস্কার করা যেতো তাহলে হারিয়ে যাওয়া গৌরব ফিরে পেতো উত্তর বেদকাশির দীঘি।


এই দীঘিতে ভ্রমণ করতে আসতো খুলনা জেলাসহ আশেপাশের জেলার মানুষ। যোগাযোগের পিচের রাস্তা টি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে আছে দীর্ঘ দিন যাবত ধরে।


এ বিষয় একাধিক বার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কোম্পানি নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


জেবি/ আরএইচ/