ছোট উদ্যোক্তাদের জন্য ২৫৮০ কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে দুই হাজার ৫৮০ কোটি টাকা ঋণ নেবে সরকার। এরইমধ্যে এ বিষয়ে অর্থ বিভাগ ও এআইআইবির মধ্যে চুক্তি হয়েছে।
অর্থ বিভাগ
সূত্র জানায়, কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি শীর্ষক একটি
প্রকল্প নিয়েছে সরকার।
প্রকল্পের আওতায়
তৃতীয় পক্ষের মাধ্যমে ঋণ (অন-লেন্ডিং) কার্যক্রম পরিচালনার জন্য এআইআইবি থেকে এই ঋণ
নেওয়া হচ্ছে। এই অর্থ থেকে চলতি ২০২১-২২ অর্থবছরে ৭০০ কোটি, ২০২২-২৩ অর্থবছরে এক হাজার
২০০ কোটি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৬৮০ কোটি টাকা ঋণ দেওয়া হবে।
চলতি অর্থবছরের
কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর মাসে ৮৮ কোটি ২০ লাখ টাকা
দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে পুনঃঅর্থায়ন করেছে। ৪ শতাংশ সুদ ও
১ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে এক বছর মেয়াদে এই চলতি মূলধন পাবেন সিএমএসএমই খাতের উদ্যোক্তারা।
জি আই/ওআ