Logo

বরিশাল ও খুলনা সিটিতে ৫ হাজার ৬৭৮ জন আনসার মোতায়েন

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ০৫:৫৪
43Shares
বরিশাল ও খুলনা সিটিতে ৫ হাজার ৬৭৮ জন আনসার মোতায়েন
ছবি: সংগৃহীত

আনসার ভিডিপি সদস্য ছাড়াও বাহিনীর কর্মকর্তাগণ সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন

বিজ্ঞাপন

বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৫ হাজার ৬৭৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

আগামীকাল সোমবার (১২ জুন) দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বরিশালে মোট ১২৬টি ভোটকেন্দ্র ও খুলনাতে ২৮৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য মোট ৪ হাজার ৯৮০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া বরিশালে ৩১৮ জন ব্যাটালিয়ন আনসার অস্ত্রসহ মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। আনসার-ভিডিপি সদস্য ছাড়াও বাহিনীর ২ জন সহকারী পরিচালক, ৯ জন সার্কেল অ্যাডজুট্যান্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ৬ জন উপজেলা প্রশিক্ষক সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বরিশালের জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ বলেন, রেঞ্জ কমান্ডার পরিচালক মো. আশরাফুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় আমরা কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এছাড়াও খুলনাতে ৩৮০ জন ব্যাটালিয়ন আনসার অস্ত্রসহ মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। আনসার ভিডিপি সদস্য ছাড়াও বাহিনীর কর্মকর্তাগণ সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে খুলনার রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীর নির্দেশনায় খুলনা জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান নির্বাচনে আনসার মোতায়েনের যাবতীয় বিষয় তদারকি করছেন।

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD