সৌদি পৌঁছেছেন ৭৩ হাজার ৭৩৭ হজযাত্রী, আরও ১ জনের প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


সৌদি পৌঁছেছেন ৭৩ হাজার ৭৩৭ হজযাত্রী, আরও ১ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

হজ ফ্লাইট শুরুর পর থেকে  এখন পর্যন্ত ৭৩ হাজার ৭৩৭ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।  এসময় আরও একজন হজযাত্রীর মৃত্যুর  হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু দাঁড়িয়েছে  ১১ জনে।


সোমবার (১২ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।


হজ অফিস সূত্র জানিয়েছে, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৪ হাজার ৩৫১ জন। এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৭৫৯টি ভিসা ইস্যু করা হয়েছে।


আরও পড়ুন: সৌদিতে বাংলাদেশি হজ এজেন্সির দুজন আটক


চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।


উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


জেবি/এসবি