ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিএএসএম’র নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিএএসএম’র নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
ফাইল ছবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস্ মেডিসিন (বিএএসএম) -এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি।


রবিবার (১২ জুন) প্রতিমন্ত্রীর সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।


এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েরভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন  আহমেদের নেতৃত্বে সভায় এসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, মহাসচিব অধ্যাপক ডা.  মো. আলী ইমরান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। 


আরও পড়ুন: বিএসএমএমইউতে মরণোত্তর দেহদানকারী ও অঙ্গীকারকারীদের সংবর্ধনা


এছাড়া যুগ্ম সম্পাদক ডা. শেখ শাহিনুর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মো. নুরুজ্জামান খন্দকার, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, ডা. মোছা. নিলুফার ইয়াছমীন, ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, ডা. মো. রাসেল, ডা. শায়লা শারমীন শাহনেওয়াজ উপস্থিত ছিলেন। 


জেবি/এসবি