দেশে একদিনে করোনায় আরও শনাক্ত ১৪০, মৃত্যু ১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩
দেশে একদিনে করোনাভাইসের আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে আরও ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৫২ জন। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৬১০ জনে।
আরও পড়ুন: ফের শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১৭২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ছয় হাজার ৮৭০ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৩০৬টি।
আরও পড়ু্ন: দেশে আসছে করোনার বুস্টার টিকা 'ভিসিভি'
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
জেবি/এসবি