খুলনা ও বরিশাল দুই সিটিতেই এগিয়ে নৌকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩
বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারি প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছেন।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। দুই সিটিতেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়।
এতে বেসরকারি প্রাথমিক ফলাফলে খুলনায় আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী তালুকদার আবদুল খালেক এগিয়ে আছেন। আর বরিশালে এগিয়ে নৌকার আবুল খায়ের আবদুল্লাহ।
আরও পড়ুন: জনগণের রায় মেনে নেব: নৌকার প্রার্থী খালেক
সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বরিশালে মোট ১২৬টি কেন্দ্রের মধ্যে ১২২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪৬২ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৯২ ভোট।
আরও পড়ুন: খুলনা ও বরিশাল সিটির ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
এদিকে, খুলনায় মোট ২৮৯ টি কেন্দ্রের মধ্যে ৯৫ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীতালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৬১ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৮০ ভোট।
জেবি/এসবি