বিএনপি থেকে বহিষ্কার হওয়া ৯ নেতা বরিশালে কাউন্সিলর নির্বাচিত
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ১৩ই জুন ২০২৩
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি থেকে আজীবন বহিষ্কার হওয়া ৯ নেতা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে বিএনপিপন্থি ১৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯ জন জয়লাভ করেছেন।
সোমবার (১৩ রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: বরিশালের নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ
বিএনপি থেকে ত ৯ নির্বাচিত কাউন্সিলর হলেন, নগরীর ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান ফারুক, ৮ নম্বর ওয়ার্ডের সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ হুমায়ন কবীর লিংকু, ১৮ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক মাসুম, ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহমেদ, ২৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবীর, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের সেলিনা বেগম, ১০ নম্বর ওয়ার্ডের রাশিদা পারভীন ও ৬ নম্বর ওয়ার্ডের মজিদা বোরহান।
আরও পড়ুন: খুলনার নগরপিতা হলেন তালুকদার আব্দুল খালেক
এদিকে বরিশাল সিটিতে জামায়াতে ইসলামীর চার নেতা চারটি ওয়ার্ড থেকে নির্বাচন করেন। এরমধ্যে ২৭ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান তালুকদার নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে বরিশাল সিটি নির্বাচনে অংশ নেওয়ায় ৪ জুন বিএনপির ১৯ নেতাকে আজীবন বহিষ্কার করে বিএনপি।
জেবি/এসবি