ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠিয়েছেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে মৌসুমী আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদেরও আম উপহার দেন।
মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: এবার মমতার জন্য আম পাঠাচ্ছেন শেখ হাসিনা
অতীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা স্মারক হিসেবে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন।
এ বছর হিমসাগর এবং ল্যাংড়ার মতো জনপ্রিয় জাতের আম উপহার হিসেবে দেয়া হয়েছে, যা মূলত রাজশাহী থেকে সংগ্রহ করা হয়।
রাজশাহী অঞ্চলটি উন্নত মানের সুস্বাদু আম উৎপাদনের জন্য বিখ্যাত। নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন বিশিষ্ট ব্যক্তিদের অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার পৌঁছে দেন।
জেবি/ আরএইচ/