এডিবি থেকে ৪০ কোটি ডলার সহায়তা পেলো বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


এডিবি থেকে ৪০ কোটি ডলার সহায়তা পেলো বাংলাদেশ
ফাইল ছবি

বাজেট সহায়তায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চার হাজার কোটি টাকার বেশি। 


মঙ্গলবার (১৩ জুন) ফিলিপাইনে এডিবির প্রধান কার্যালয়ে এ ঋণ অনুমোদন করা হয়েছে।


আরও পড়ুন: বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা ঋণ দিলো এডিবি


এডিবি জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করতে এ ঋণ দেয়া হচ্ছে। কোভিড অতিমারির পর অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ২০২১ সালের অক্টোবরে চালু হওয়া এডিবির কর্মসূচির অধীনে বাংলাদেশ এ সহায়তা পাচ্ছে।


বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক সময়ে চাপের মুখে আছে। এডিবির বাজেট সহায়তা রিজার্ভ কিছুটা বাড়াতে সহায়তা করবে।


জেবি/ আরএইচ/