মিরপুরে অনুশীলনে সাকিব


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


মিরপুরে অনুশীলনে সাকিব
সাকিব আল হাসান

ইনজুরির কারণে আফগানদের বিপক্ষে ঘরের মাঠে  আসন্ন আফগানদের বিপক্ষে টেস্টে খেলছেন না সাকিব আল হাসান। তবে আঙুলের সেই ইনজুরি আগের থেকে বেশ ভালো অবস্থাতেই রয়েছে। ইতোমধ্যে আঙুলের ব্যান্ডেজও খুলে ফেলেছেন তিনি।


আফগানিস্তানের বিপক্ষে টেস্ট না খেললেও ওয়ানডে সিরিজ দিয়ে ফের ক্রিকেটে ফিরবেন সাকিব। তাই আজ মঙ্গলবার (১৩ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি।


আরও পড়ূন: ইতালিকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতল উরুগুয়ে


এদিন দুপুরে মিরপুরে এসে ঢাকার টাটকা রোদে নেমে পড়েছিলেন অনুশীলনে। এরপর মূল মাঠে বেশ কিছু সময় করেছেন রানিং। এদিন সাকিব হলুদ টি-শার্টের সঙ্গে রোদ চশমা সঙ্গে শর্টস ও জুতা পরেই করেছেন রানিং।


আরও পড়ুন: অ্যাশেজ সিরিজে মঈন আলীকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া


আফগানিস্তান একমাত্র টেস্ট সিরিজ শেষ করে চলে যাবে। এরপর ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ১ জুলাই আসবে। চট্টগ্রামে প্রথম ওয়ানডে ৫ জুলাই।


জেবি/এসবি