নাইজেরিয়ায় নৌকাডুবি, শতাধিক প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


নাইজেরিয়ায় নৌকাডুবি, শতাধিক প্রাণহানি
ফাইল ছবি

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিক মানুষ মারা গেছেন।


স্থানীয় সময় সোমবার (১২ জুন) ভোরে দেশটির মধ্য নাইজার নদীতে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (১৩ জুন) জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, নাইজার নদীতে একটি নৌকাটি বিয়ের অতিথিদের বহন করছিল। অতিথিরা মধ্য নাইজেরিয়ার নিকটবর্তী নাইজার রাজ্যের একটি অনুষ্ঠান থেকে কোয়ারা রাজ্যে ফিরছিলেন।


আরও পড়ুন: মাকে খুন করে সুটকেসে ভরে থানায় হাজির মেয়ে


আবুজা থেকে আল জাজিরার রিপোর্টার জানায়, নৌকাটি নদীতে কোনো কিছু একটিতে ধাক্কা দেয় এরপর উল্টে যায়। এখন পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিতে প্রাণ গেল ৯ জনের


কতজন লোক মৃত্যুবরণ করেছে বা কতজন নৌকায় ছিল পুলিশ এখনও তা নিশ্চিত করতে পারেনি। তবে নৌকাটি অতিরিক্ত লোকে পূর্ণ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।


এর আগে ২০২১ সালে নাইজারে নৌকাডুবির ঘটনায় ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়ে ছিলো।


জেবি/এসবি