হজ পালনে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩
হজ পালন করতে গিয়ে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি মারা গেছেন। তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও পরিবেশের কিছুটা ভিন্নতার কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন হজযাত্রীরা। এমনকি মৃত্যুও হয় অনেকের। চলতি বছরও হজ পালনে গিয়ে মক্কাতে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: হজ গিয়ে ১১ বাংলাদেশির মৃত্যু
হজ অফিস সূত্র জানিয়েছে, চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৭৯ হাজার ৪৪ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ৯ হাজার ৩৮৬ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন।
আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৭৩ হাজার ৭৩৭ হজযাত্রী, আরও ১ জনের প্রাণহানি
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
জেবি/এসবি