কুমিরের আক্রমণে নাবালকের প্রাণহানী!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩


কুমিরের আক্রমণে নাবালকের প্রাণহানী!
কুমির

নতুন বাইক ক্রয় করে আনন্দে আত্মহারা হয়ে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন পরিবারের সদস‍্যরা। কিন্তু নদীতে ডুব দিতেই নাবালককে জলের গভীরে টেনে নিয়ে গেল এক কুমির। সঙ্গে সঙ্গে রক্তে ভেসে উঠল নদীর জল। ক্ষোভে পরিবার সহ স্থানীয় জনগণ মিলে নদী থেকে কুমিরকে ধরে ডাঙায় নিয়ে আসে। রড এবং লাঠি দিয়ে পিটিয়ে কুমিরটিকে হত‍্যা করল তাঁরা।


মঙ্গলবার ( ১৩ ই জুন) এই ঘটনাটি সংগঠিত হয়েছে। মৃত নাবালকের নাম অংকিত কুমার (১৪)। স্থানীয় সংবাদ মাধ‍্যম সূত্রে প্রকাশ, ভারতের বিহারের বৈশালী জেলার রঘোপুর দিয়ারার বাসিন্দা অংকিত। ৫ম শ্রেনীর ছাত্র। 


টাকা জমিয়ে নতুন বাইক কেনার আনন্দে অংকিত পরিবারের সকলে গঙ্গা স্নানে গিয়েছিলেন। গঙ্গার জলে নামতেই অংকিতকে জলে টেনে নিয়ে যায় কুমির। তারপরেই জলের মধ‍্যে রক্ত ভেসে ওঠে। 


প্রায় ১ ঘন্টা পর অংকিতের মৃতদেহ জল থেকে উদ্ধার করা হয়।


আরএক্স/