বনানীতে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৯ পিএম, ১৪ই জুন ২০২৩

রাজধানীর বিমানবন্দর এলাকার মহাখালী, বনানী, কাওলা ও উত্তরা সড়কে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই পথের যাত্রীরা।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, বেশি বিপাকে পড়েন অফিস ও স্কুলগামী যাত্রীরা। বাসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর সকালে অনেকেই হেঁটে রওনা হন।
সকাল থেকেই বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কে তীব্র যানজট দেখা দয়। অন্যদিকে বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, উত্তরা ও আবদুল্লাহপুর সড়ক, বনানী, মহাখালী ও গুলশান সড়ক পর্যন্তও দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি।
আরও পড়ুন: শেষ কর্মদিবসে ইফতারের আগে সড়কে তীব্র যানজট
স্থানীয়রা জানান, ঢাকার উত্তরা-বিমানবন্দর সড়কে বেশকিছু উন্নয়ন প্রকল্প ও সড়কের বেহাল দশার কারণে গত কয়েকদিন ধরে অসহনীয় যানজট হচ্ছে।
এসব এলাকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানান, বিমানবন্দর সড়কে বেশকিছু উন্নয়ন কাজ চলমান তাই এ যানজট। আমরা কাজ করছি আশা করছি কিছুক্ষণের মাঝেই যান চলাচল স্বাভাবিক হবে।
জেবি/ আরএইচ/