পশুবাহী গাড়িতে গন্তব্য লিখে রাখতে হবে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩


পশুবাহী গাড়িতে গন্তব্য লিখে রাখতে হবে
ছবি: সংগৃহীত

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পশুবাহী গাড়ির সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। কেউ বাধা দিলে কোনোভাবে বরদাস্ত করা হবে না।


বুধবার (১৪ জুন) উত্তরায় এপিবিএন সদর দপ্তরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: ঢাকা সিটিতে বসছে ১৮ টি পশুর হাট


আইজিপি বলেন, কোনো গরুর হাটের ভলান্টিয়ার জোরপূর্বক অথবা বাধা দিয়ে গাড়ি হাটে ঢোকাতে পারবে না। এজন্য প্রত্যেক পশুর গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না।


পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় এমন অভিযোগ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারিরা যাতে কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।


জেবি/ আরএইচ/