কমিউনিটি ক্লিনিকের জন্য ২৫০ কোটি টাকার ওষুধ কিনছে সরকার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩
দেশের সকল কমিউনিটি ক্লিনিকের জন্য ২৫০ কোটি টাকার ওষুধ কিনছে সরকার। এসব ওষুধ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কাছ থেকে কেনা হবে।
বুধবার (১৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনার অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।
আরও পড়ুন: ক্যানসারের ওষুধের দাম কমবে
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বলেন, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি বেজড হেলথ কেয়ার কর্তৃপক্ষ কর্তৃক দেশে ১৪ হাজার ২০০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনা হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে ২৭ প্রকার ওষুধ সম্বলিত প্রতি কার্টন ওষুধ ২২ হাজার ১৬৪ টাকা হিসাবে ১ লাখ ১২ হাজার ৭৯০ কার্টন ওষুধ কেনা হবে।
তিনি জানান, ওষুধ ক্রয়ে মোট ব্যয় হবে ২৪৯ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৯৫১ টাকা। সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কাছ থেকে ক্রয়ের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
জেবি/ আরএইচ/