খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: চিকিৎসক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
বুধবার (১৪ জুন) বিকালে মেডিকেল বোর্ডের বৈঠকের তিনি এ তথ্য জানান।
জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে
অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, “ভর্তি যেদিন হয়েছিলেন, ওইদিনের তুলনায় উনার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে। বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক উনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় যেসব চিকিৎসা দরকার হচ্ছে সেটা উনারা ব্যবস্থা করছেন টাইম-টু-টাইম উনার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বর্তমানে যে চিকিৎসা চলছে, সেটাই চলবে। নতুন কিছু ওষুধ তারা যোগ করেছেন। আজ বিকালে মেডিকেল বোর্ড ফের বৈঠকে বসবে।”
আরও পড়ুন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: ফখরুল
আগে মঙ্গলবার (১৩ জুন) রাত থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে সোমবার (১২ জুন) রাতে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত দেড়টার দিকে তাকে এভারকেয়ার নেয়া হয়। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। সেবারে পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছিলেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রী’র, খোঁজ নিলেন তারেক রহমান
