করোনায় আরও একজনের প্রাণহানি, শনাক্ত ১৩৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩
একদিনে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১৩৪ জন। এর মধ্যে ১২৫ জনই ঢাকার বাসিন্দা।
বুধবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একদিনে এক হাজার ৪৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৪৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
আরও পড়ুন: দেশে আসছে করোনার বুস্টার টিকা 'ভিসিভি'
সারা দেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪০ হাজার ৮১৫ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৮৫ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
জেবি/এসবি