চার্জার ফ্যান বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের প্রাণহানি হয়েছে। নিহতের নাম টুটুল মিয়া (২৫)।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে টুটুল মিয়ার মৃত্যু হয়।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন মারা গেল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে টিভি বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার মৃত্যু
তিনি জানান, “ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজনকে তাদের এখানে আনা হয়। সেখানে আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুটুল। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ মেহজাবিন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।”
আরও পড়ুন: শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংকিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪
এর আগে শুক্রবার (৯ জুন) কাল ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫জন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জেবি/এসবি