মণিপুরের মহিলা মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
১২ সদস্য বিশিষ্ট মণিপুর মন্ত্রী সভার একমাত্র মহিলা সদস্য রাজ্যের কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিগপেন।
বুধবার ( ১৪ জুন) তাঁর বাড়ি জ্বালিয়ে দিলেন দুস্কৃতীরা। সে সময় নিজের বাড়িতে ছিলেন না মন্ত্রী। তাই প্রাণে রক্ষা পেলেন তিনি।
বুধবারের এই ঘটনার পর অনেকেই মনে করছেন মণিপুরের জাতিগত হিংসায় সাধারণ মানুষ তো বটেই, নেতা-মন্ত্রীরা ও সুরক্ষিত নন। মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ এবং সেনা।
উল্লেখ্য, বুধবার কাংকোপপি জেলাতেই জাতিগত হিংসায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫। গত ৩ই মে থেকেই উত্তর-পূর্বের এই রাজ্যে কুকি এবং মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে বিবাদ এবং সংঘর্ষ চলছে।
শান্তি ফেরাতে রাজ্য এবং কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও এখনও সমাধান সূত্র মেলেনি।
আরএক্স/