‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণের কথা বলে সরকার জনগণের সাথে প্রতারণা করছে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
খাদ্যে স্বয়ংসম্পূর্ণের কথা বলে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিবাদ সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, সরকার জনবান্ধব নয় বলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নিচ্ছে না। গ্যাস, পানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে দুর্নীতির বোঝা জনগণের ওপর চাপানো হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা মানুষের অধিকার হরণ করেছে। যারা জনগণকে হত্যা করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে কিছুই করা যাবে না। সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। কৃষকদেরকে সংঘবদ্ধ করতে পারলেই বড় আন্দোলন গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এসএ/