প্রধানমন্ত্রীর অবদানের কারণেই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি: উপাচার্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলাকে অত্যন্ত ভালোবাসতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলার প্রতি অত্যন্ত অনুরাগী ও পৃষ্ঠপোষক। বাংলাদেশের ক্রীড়া জগতে বঙ্গবন্ধুর ছেলেদের নামে গড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের গড়া আবাহনী লিমিটেড গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকদের আন্তঃক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য কেরাম, টেবিল টেনিস ও দাবা খেলে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি সেখানে শিক্ষক ও ছাত্রদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।
আরও পড়ুন: বিএসএমএমইউতে মরণোত্তর দেহদানকারী ও অঙ্গীকারকারীদের সংবর্ধনা
তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের এতো উন্নতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারণেই সম্ভব হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ক্রিকেট দল যখন খেলে এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা সেসব দেশের খেলার মাঠে উড়তে দেখি তখন আমাদের বুকটা গর্বে ভরে যায়।
এ সময় সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম সালেক, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখসহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/