ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে থাকবে মালিক সমিতির টিম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ঈদযাত্রা নিরাপদ করতে পরিবহন মালিক সমিতি ভিজিলেন্স টিম গঠন করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বনানীর বিআরটিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় এনায়েত উল্যাহ বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা মালিক, শ্রমিকসহ সকলে মিলে ভিজিলেন্স টিম গঠন করি প্রতিবার। এবারও আমরা এই টিম গঠন করব। যারা যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করে যাবে।
তিনি বলেন, আমরা নিজেরাও বারবার বলি ঈদের সময় টাউন সার্ভিস গাড়ি দূরপাল্লায় না চালাতে। তবে আমরা যতই বলি তারপরও দেখা যায় গার্মেন্টস কর্মীরা আগে থেকেই দূর দূরান্তে নিজ জেলায় ঈদ করতে যাওয়ার জন্য টাউন সার্ভিস বাসগুলো রিজার্ভ করে রাখে।
আরও পড়ুন: মে মাসে ৫৬৪ দুর্ঘটনায় সড়কে ঝরলো ৫২৭ প্রাণ
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। বিভিন্ন সেতুতে টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশনা প্রদান করা হয় সভা থেকে।
এছাড়াও ঈদের সময় সব পোশাক কারখানায় যেন একই সময়ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
জেবি/ আরএইচ