বগুড়ায় গাড়িচাপায় শিশুসহ প্রাণ গেল ৩ জনের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩


বগুড়ায় গাড়িচাপায় শিশুসহ প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে গাড়ির চাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন আরও চারজন।


বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার  মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কেরর মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা ব্যক্তিরা হলেন- উপজেলার হামছায়াপুরে তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক নারী। আহতরা হলেন: তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) এবং একজনের নাম জানা যায়নি।


আরও পড়ুন: মে মাসে ৫৬৪ দুর্ঘটনায় সড়কে ঝরলো ৫২৭ প্রাণ


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথে মডেল মসজিদের সামনে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারী মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামে আরেকজনের মৃত্যু হয়।

 

আরও পড়ুন: ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলাদেশের চাঁদনী


এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, “দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”


জেবি/এসবি