শুক্র-শনিবার ব্যাংক খোলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩


শুক্র-শনিবার ব্যাংক খোলা
ফাইল ছবি

হজ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যাংকগুলো শুক্র ও শনিবার (১৬ ও ১৭ জুন) খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


আরও পড়ুন: দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ডলারের দাম


বিজ্ঞপ্তিতে বলা হয়, “ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৬ ও ১৭ জুন সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে নির্দেশনা দেওয়া হলো।”


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করে বাংলাদেশ ব্যাংক।


জেবি/এসবি