নিপুণ-জায়েদের পদ নিয়ে রুল শুনানি ফের পেছালো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নিপুণ-জায়েদের পদ নিয়ে রুল শুনানি ফের পেছালো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের আইনি লড়াই চলছে। শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানি হবে আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) বুধবার।

বিচারপতি মামনুন রহমান বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে বিষয়ে শুনানি শেষে বুধবার নতুন দিন ধার্য করা হয়। আগামী বুধবার ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য নতুন দিন ঠিক করেন হাইকোর্ট।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। বিপরীতে চিত্রনায়িকা নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

সময় আদালতের ডায়াসের সামনে দাঁড়িয়ে জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, আপিল বিভাগের স্ট্যাটাসকো থাকার পরও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে নিয়মিত বসছেন। এর ফলে আদালত অবমাননা করেই চলছেন তিনি। তখন আদালত বলেন, আপনারা যা বলছেন, এটা রুলের সাথে সম্পৃক্ত নয়। পরে আদালত রুল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়