ঢাবি শিক্ষার্থীদের মারধর, প্রতিবাদে চানখারপুলে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:১২ পিএম, ১৫ই জুন ২০২৩

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের চার শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে।
এদিকে মারধরের প্রতিবাদে চানখারপুল হানিফ ফ্লাইওভার সড়ক অবরোধ করে রেখেছেন ঢাবি শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ধানমন্ডিতে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
শিক্ষার্থীলা বলছেন, ঘটনাস্থলে কাউন্সিলর মানিক যতক্ষণ পর্যন্ত হাজির না হবেন ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহার করবেন না।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকা মেডিকেল এলাকা, গুলিস্তান এবং মেয়র হানিফ ফ্লাইওভারের দুই পাশে তীব্র যানজট দেখা দিয়েছে।
পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু পুলিশের আশ্বাসে রাজি হচ্ছেন না শিক্ষার্থীরা।
জেবি/ আরএইচ/