ফুলবাড়িয়ায় একশত ঔষধিগাছের চারা রোপণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩


ফুলবাড়িয়ায় একশত ঔষধিগাছের চারা রোপণ
ছবি: দৈনিক জনবাণী

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বালিয়ান ইউনিয়নের দশমাইল টু মোহাম্মদ নগর সড়কে ঔষধিগাছের চারা রোপণ করেছে ১৯৮৮ ব্যাচ।


শুক্রবার দুপুরে (১৬ জুন) দশমাইল টু মোহাম্মদ নগর সড়কে ঔষধিগাছের একশতটি চারা (নিম ও হরিতকী) রোপণ করে ১৯৮৮ব্যাচ।


এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন,ফুলবাড়িয়া উপজেলার কৃতি সন্তান ও হালুয়াঘাট পৌর নিবার্হী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, যুবলীগ নেতা ছাইফুল এ কাজল, মীর জাহিদুর রহমানসহ ব্যাচের অন্যান্য সদস্যবৃন্দ।


আরও পড়ুন: ময়মনসিংহে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সভা


পরিশেষে গান পরিবেশণের মাধ্যমে একটি আনন্দগন মুহূর্তের অবতারণা হয়।


অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন তিনি এক সাক্ষাৎকারে বলেন,ঔষধি গাছ আনতে পারে সবুজ বিপ্লব। সব মিলিয়ে বিপ্লব থেকে সরে আসি আমরা। সত্যিকারের সবুজ বিপ্লব ঘটাতে এবং দেশ থেকে দারিদ্র দূর করতে হলে ঔষধি এবং ফলজ গাছ লাগানোর বিকল্প নেই।


জেবি/এসবি